উদ্ধার প্রচুর ভুয়ো আধার কার্ড , মোবাইল সিম : বড়সড় প্রতারণা চক্র

16th August 2021 1:55 pm বাঁকুড়া
উদ্ধার প্রচুর ভুয়ো আধার কার্ড , মোবাইল সিম : বড়সড় প্রতারণা চক্র


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : 

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ ই-ওয়ালেট জালিয়াতি চক্রের তদন্তে নেমে আরো একটি চক্রের সন্ধান পেলো বাঁকুড়া জেলা পুলিশ। গ্রেফতার ২। আটক বেশ কিছু ভুয়ো মোবাইল সিম কার্ড সহ অন্যান্য জিনিসপত্র।

সোমবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক সম্মেলন করে জানান, সম্প্রতি ছাতনা থানা এলাকার একটি পুকুর থেকে ৯০ টি মোবাইল উদ্ধারের ঘটনার তদন্তে নেমে সব্যসাচী কুণ্ডু নামে একজনকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ৩ হাজার ভুয়ো সিম উদ্ধার করা হয়। ঐ সিম গুলি সে ই-ওয়ালেট জালিয়াতিতে ও.টি.পি-র জন্য ব্যবহার করতো। এছাড়াও আধার কার্ড উদ্ধার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গঙ্গাজলঘাটি থেকে বাপী গরাই নামে আরো এক জনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৭০০ সিম উদ্ধার করা হয়। আমরা সন্দেহ করছি ই-ওয়ালেটের প্যামেন্ট কিউ.আর কোডের মাধ্যমে করা হতো। একই সঙ্গে মূলতঃ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই চক্রটি তাদের কাজ চালাতো বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।বাঁকুড়া ই ওয়ালেট ও সিম জালিয়াতি কান্ডে নতুন মোড় এবার বেরিয়ে এলো ভুয়ো কিউ আর কোড বানিয়ে জালিয়াতি চক্র।  গ্রেফতার ২।  উদ্ধার প্রায় ৬ হাজার এক্টিভেটেড সিম কার্ড।৷ ৫৭ টি ভুয়ো কিউ আর কোড। প্রচুর পরিমানে ভুয়ো আধার কার্ড। মোবাইল ও কম্পিউটার।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।